Top News

পর্নোগ্রাফি চক্রের ফাঁদে পড়ে ১২ লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী

 পর্নোগ্রাফি চক্রের ফাঁদে পড়ে ১২ লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী

ফরিদপুরের বোয়ালমারীতে কাকলী বেগম (৩১) ও তানিয়া খানম (৩১) নামে পর্ণোগ্রাফি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী রোজভ্যালি গার্ডেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গ্রেপ্তারকৃতরা হলেন- আলফাডাঙ্গা উপজেলার সিকিপাড়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে কাকলী বেগম ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আদর্শ গ্রামের মো. ইউসুফ খানের মেয়ে তানিয়া খানম।


পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দুই বছর আগে উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের প্রবাসী মিলন সিকদারের স্ত্রীর মোবাইলে ধারণকৃত একান্ত ব্যক্তিগত কিছু ভিডিও ফুটেজ কৌশলে হাতিয়ে নেয় তানিয়া খানম। পরে ভিডিওগুলো এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করে। সেসব ভিডিও ভুক্তভোগী গৃহবধূর স্বামীসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই প্রবাসীর স্ত্রীর কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক ও বিকাশের মাধ্যমে ১১ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়।


আরও পড়ুনঃ আরিফ হাসানের মৃত্যুর কারণ জানাল ল্যাবএইড হাসপাতাল

ভুক্তভোগী গৃহবধূ জানান, আমার কিছু ভিডিও’র সাথে অশ্লীল কিছু ভিডিও বানিয়ে ভয় দেখিয়ে আমার কাছ থেকে প্রায় লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রচারক চক্র। এরপরেও আরও টাকা চেয়ে না পেয়ে অশ্লীল ভিডিওগুলো ফেসবুকে ছড়িয়ে দেয় এবং পর্নোগ্রাফি সাইডে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে। বাধ্য হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করি। পুলিশ পর্নোগ্রাফি চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে। এর সাথে আরও চার জন আসামি জড়িত রয়েছে।


এর সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম দেওয়ান দেশটিভিকে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী রোজ ভালী গার্ডেনে অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Post a Comment

Previous Post Next Post