Top News

১১ লাখ দিলেও পেলেন না চাকরি, প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

 ১১ লাখ দিলেও পেলেন না চাকরি, প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

নীলফমারীর কিশোরগঞ্জ উপজেলায় মেলাবর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রিয়নাথ রায় ও তার স্ত্রীর (সাবেক সভাপতি) বিরুদ্ধে চাকরি পাইয়ে দেয়ার নামে ১১ লক্ষ টাকা আতœসাতের অভিযোগ করেছেন সহজ সরল এক বেকার যুবক। চাকরি ও টাকা কোনটাই না পেয়ে পথে বসার উপক্রম হয়েছে ওই যুবক। এ ঘটনায় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।


অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা গেছে, উপজেলার বড়ভিটা ইউনিয়নের মধ্যপড়া গ্রামের মরহুম সুজাল উদ্দিনের বেকার পুত্র আবু বক্কর সিদ্দিক যখন দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে একটি চাকুরির প্রত্যাশায় ঘুরছিলেন। এমন এক মর্হুতে মেলাবর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চোখে পড়ে সিদ্দিকের। তিনি নিরাপত্তা প্রহরি পদে আবেদন করেন। এ সুবাদে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে প্রতারক সাবেক প্রধান শিক্ষক ও তার স্ত্রীর (সাবেক সভাপতি) সাথে বেকার যুবক সিদ্দিকের। প্রতারক চক্রদ্বয় তাকে চাকরি পাইয়ে দেয়ার নিশ্চয়তা দিয়ে ১১ লক্ষ টাকা দাবী করেন। সিদ্দিক তার সহায় সম্বলটুকু বিক্রি করে তাদের দাবীকৃত টাকা পরিশোধ করেভুক্তভোগি আবু বক্কর জানান, প্রধান শিক্ষক ও সভাপতি আনুষ্ঠানিকভাবে নিয়োগ পরীক্ষা গ্রহণ করে। নিয়োগ পরীক্ষায় চার জন পরীক্ষার্থীর মধ্যে আমি প্রথম স্থান অধিকার করি। যথাযথ প্রক্রিয়া অনুসরন করে আমাকে নিয়োগ ও যোগদান পত্র প্রদান করা হয়। পরবর্তীতে ওই প্রধান শিক্ষক ও সভাপতি আমার কাছে আরো ৫ লক্ষ টাকা দাবি করেন। আমি উপরি টাকার চাহিদা পূরণ করতে না পারায় প্রতারকদ্বয় গোপনে পরিমল চন্দ্র নামে অপর একজনকে ভুয়া কাগজপত্র তৈরি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে প্রেরণ করে বেতন ভাতা বের করে দেয়। এসব বিষয় জানার পর প্রধান শিক্ষক ও তার স্ত্রী সাথে যোগাযোগ করলে তারা আমাকে অন্যপদে চাকরি দিবে বলে আশাস্ত করে। এভাবে চাকুরি-টাকা দিচ্ছি, দিব বলে সময় ক্ষেপন করে আসছে।


আরও পড়ুনঃ কালীগঞ্জে ইউনিয়ন পরিষদে তালা দিল বিএনপি

এ ব্যাপারে সাবেক প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করে তার দেখা না পেয়ে তার স্ত্রী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি দিপালী রানী রায়ের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আপোস-রফার আলোচনা চলছে। খুব তারাতাড়ি মিটমাট হয়ে যাবে।ন।

Post a Comment

Previous Post Next Post